কারকনিউজ ডেস্ক : আখেরি মোনাজাতে মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে। মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনার করে দোয়া করা হয়েছে।
বাংলাদেশের কাকরাইল মসজিদের ইমাম মাওলানা হাফেজ মো. জোবায়েরের আখেরি মোনাজাত পরিচালনা করেন। এর আগে হেদায়েতি বয়ানের মধ্য দিয়ে শনিবার সকাল সাড়ে ৭টায় আজকের কার্যক্রম শুরু হয়।
আখেরি মোনাজাতে অংশ নিতে গতকাল শুক্রবার থেকেই মুসল্লিদের উপস্থিতি বাড়তে শুরু করে। ময়দান ছাড়িয়ে আশপাশে মুসল্লিদের উপচে পড়া ভিড় ছিল লক্ষ্য করার মতো। সড়ক-মহাসড়কে পলিথিন শিট টানিয়ে অবস্থান নেয় হাজারো মুসল্লি।
আখেরি মোনাজাতকে কেন্দ্র করে শনিবার মধ্যরাত থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, মীরের বাজার থেকে টঙ্গী পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
এর আগে ১৫ ফেব্রুয়ারি শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এ বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম।
১৭ ও ১৮ ফেব্রুয়ারি একই ময়দানে দ্বিতীয় ধাপের ইজতেমা অনুষ্ঠিত হবে।
Discussion about this post