কারকনিউজ ডেস্ক : রাজধানীর ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতারর করেছে পুলিশ।
শুক্রবার বিকাল ৩টায় নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, রাজধানীর নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোডের নিজ বাসায় গত ১০ ফেব্রুয়ারি খুন হন ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন। পরে বাসার দুই গৃহকর্মী স্বপ্না ও রেশমা পালিয়ে যায়। এ ঘটনার পরদিন সোমবার সকালে নিহতের স্বামী ইসমত কাদির গামা নিউ মার্কেট থানায় মামলাটি দায়ের করেন।
মাহফুজা চৌধুরী তার স্বামী ইসমত কাদির গামার সঙ্গে এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারের ১৫ ও ১৬ তলার একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে বসবাস করতেন।
Discussion about this post