বিশেষ প্রতিবেদক : ব্যতিক্রমী আয়োজনে টাঙ্গাইলের দেলদুয়ারে অনুষ্ঠিত হয়েছে জনতার মুখোমুখি জনপ্রতিনিধি।
আজ শুক্রবার বিকেলে উপজেলার আটিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদিরা আখতার।
আটিয়া ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্ল্যানিং কমিশনের উপসচিব নাছিম আহমেদ, ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের সাবেক সহকারী পরিচালক ফজলুল হক মল্লিক, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি আব্দুর রহিম, আটিয়া মহিলা কলেজের প্রভাষক আব্দুল ছামাদ, দেলদুয়ার উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান দেওয়ান তাহমিনা হক প্রমুখ।
অনুষ্ঠানে জনপ্রতিনিধিদের সামনে ইউনিয়নের বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরেন এলাকাবাসী। পরে এলাকাবাসীর সকল সমস্যা সমাধান এবং তা দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানান জনপ্রতিনিধিরা।
অনুষ্ঠান শেষে বাউল গান অনুষ্ঠিত হয়।
Discussion about this post