তার নেতৃত্বেই বুড়িগঙ্গার তীরে উচ্ছেদ অভিযান চালায় বিআইডাব্লিউটিএ
নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান এয়ার কমোডর এম মোজাম্মেল হককে সশস্ত্রবাহিনী বিভাগে বদলি করা হয়েছে। তার তার স্থলাভিষিক্ত হয়েছেন কমডোর এম মাহাবুব উল ইসলাম।
বৃহস্পতিবার জনপ্রশাসন প্রেষণ-১ অধিশাখা উপসচিব মোহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক চিঠিতে এ বদলির আদেশ জারি হয়।
চিঠিতে বলা হয়, এয়ার কমোডর এম মোজাম্মেল হককে নৌবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য সশস্ত্রবাহিনী বিভাগে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গতঃ তার নেতৃত্বেই বুড়িগঙ্গার তীরে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানের ৯ দিনের মাথায় তাকে বদলি করা হলো।
এদিকে, বুড়িগঙ্গার তীরে অনেক প্রভাবশালী ব্যক্তিদের স্থাপনা উচ্ছেদ করায় তাকে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট অনেকেই ধারণা প্রকাশ করেছেন।
Discussion about this post