মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইল প্রেসক্লাব আয়োজিত আন্তঃউপজেলা ক্রিকেট টুর্নামেন্ট এ নিজেদের প্রথম খেলায় মির্জাপুর প্রেসক্লাব জয়ী হয়েছে।
বুধবার দুপুরে টাঙ্গাইল স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
নির্ধারিত ১৬ ওভারের খেলায় টসে জিতে গোপালপুর প্রেসক্লাব চার উইকেটে ১৪২ রান করে। পরে ১৫ ওভার ৩ বলে ১৪৩ রান করে আট উইকেটে জয়ী হয় মির্জাপুর প্রেসক্লাব।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম জানান, টাঙ্গাইল প্রেসক্লাবের ৫০ বছর পূর্তি উপলক্ষে এ টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।
খেলায় জেলার ১০টি প্রেসক্লাব অংশ নিচ্ছে। আগামী শুক্রবার একই মাঠে মির্জাপুর প্রেসক্লাব সখীপুর প্রেসক্লাবের সঙ্গে খেলায় অংশ নেবে।
Discussion about this post