কারকনিউজ ডেস্ক : ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ব্রিজ সংলগ্ন এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত সাতজন।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লেমুয়া এলাকার মুক্তিযোদ্ধা আবদুস সোবহান। তবে, এক নারী ও শিশুর পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লেমুয়াগামী একটি লেগুনা মহাসড়কের ওই স্থানে পৌঁছালে ইউনিক পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। পরে আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে আরো একজন মারা যায়।
ফেনী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাজমুল হাসান শাম্মী বলেন, আহত সাতজনের মধ্যে আশঙ্কাজনক তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা ফেনী সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
Discussion about this post