কারকনিউজ ডেস্ক : বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টকে সংসদে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নির্বাচনে অংশগ্রহণ করে অল্প সিট পাওয়ায় অভিমান যারা পার্লামেন্টে আসছেন না, আমার মনে হয় এটা তাদের ‘রাজনৈতিক ভুল’ সিদ্ধান্ত।’
বুধবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন সংসদ নেতা শেখ হাসিনা।
তিনি বলেন, ‘ভোটের মালিক জনগণ, তারা যাকে খুশি তাদের ভোট দেবেন এবং সেইভাবেই তারা ভোট দিয়েছেনও। আমি বলবো- বিএনপি ও ঐক্যফ্রন্ট সংসদে না এসে ‘রাজনৈতিক ভুল’ করছেন।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ের বিপরীতে বিএনপি নেতৃত্বাধীন জোট জাতীয় ঐক্যফ্রন্ট মাত্র ৮টি আসনে বিজয়ী হয়। এরপরই কারচুপি ও ভোট ডাকাতির অভিযোগ তুলে বিএনপি ও ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন করে। এরই ধারাবাহিকতায় নির্বাচিত ৮ সাংসদ এখনও সংসদ সদস্য হিসেবে শপথ নেননি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সম্মিলিতভাবে দেশটাকে গড়ে তুলতে চেয়েছি। এজন্য নির্বাচনের আগে সবার সঙ্গে সংলাপে বসেছিলাম। শেষ পর্যন্ত সুন্দর পরিবেশে বৈঠক ও নির্বাচন সম্পন্ন হয়েছে।’
দেশের জনগণ ১০ বছরের উন্নয়নের সুফল পেয়েই এবারও নৌকা মার্কায় ভোট দিয়েছে বলেও জানান শেখ হাসিনা।
বিএনপি ও ঐক্যফ্রন্টের সংসদে আসার প্রসঙ্গে শেষ তিনি বলেন, ‘সংসদে আসলে তারা তাদের দাবিদাওয়া কথাগুলো বলার সুযোগ পাবেন। এই সুযোগ কেবল সংসদেই সীমাবদ্ধ থাকবে না। তারা চাইলে সংসদের মাধ্যমে তাদের কথাগুলো গোটা দেশবাসীকে জানাতে পারেন।’
জাতীয় ঐক্যফ্রন্টকে সংসদে আসার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘সংসদে আসার সুযোগটা তারা কেন হারাচ্ছেন তা আমি জানি না। তবে আহ্বান এটাই থাকবে যারা নির্বাচিত হয়েছেন, তারা সবাই পার্লামেন্টে আসবেন, বসবেন এবং যার যার কথা তারা বলবেন।’
Discussion about this post