খেলাধুলা ডেস্ক : ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর উইয়েফা চ্যাম্পিয়ন্স লীগের গত তিন আসেরের টানা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ রাতে আয়াক্স আমস্টারডামের মুখোমুখি হতে যাচ্ছে।
নেদারল্যান্ডের আমস্টারডামের ইয়োহান ক্রুয়েফ অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ২ টায় মুখোমুখি হবে রিয়াল-আয়াক্স। চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর প্রথম লেগে মুখোমিুখি হচ্ছে তারা।
ডাচ লিগে শীর্ষস্থানে থাকা পিএসভির চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে আছে আয়াক্স। অন্যদিকে, লা লিগায় বার্সেলোনার চেয়ে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল।
রাতে রিয়ালের বড় চমক ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়ুস জুনিয়র। এছাড়া অভিজ্ঞ রামোস, বেনজেমা, মদ্রিচরা তো আছেই।
Discussion about this post