বিএনপির নয়া পল্টন কার্যালয় এলাকায় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরের এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর ১টার সময়ও দু’পক্ষে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ টিয়ারশেল ছুঁড়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের দিকে ইট পাটকেল ছুঁড়ছে। পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা।
সকাল ১১টার দিকে বিএনপি নেতা মির্জা আব্বাস বড় মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের দিকে অগ্রসর হলে পুলিশের সাথে ধস্তাদস্তি হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে বিএনপি নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।
Discussion about this post