স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের বাসাইল উপজেলা থেকে হেরোইন-ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
মঙ্গলবার বিকেলে বাসাইল পৌরসভার পশ্চিম পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
রাতে র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার হাসান আরাফাত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন দেলদুয়ার উপজেলার আগ এলাসিন গ্রামের ছাত্তারের ছেলে আব্দুল হাকিম (২৮) এবং একই এলাকার বক্কর মোল্লার ছেলে আব্দুল্লা মোল্লা (৩০)।
এসময় তার কাছ থেকে ১১.৫ গ্রাম হেরোইন, ১৫ পিস ইয়াবা, ২ টি মোবাইল ফোন, ও নগদ ৫শ’ টাকা উদ্ধার করা হয়।
কোম্পানী কমান্ডার হাসান আরাফাত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা টাঙ্গাইল জেলার বাসাইল থানা এলাকাসহ আশপাশ এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মোবাইল ফোনে যোগাযোগ করে নগদ টাকার বিনিময়ে হেরোইন ও ইয়াবা সরবরাহ করে এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছিল।
Discussion about this post