স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলে হামিদ রেজা খান রচিত “বেলা অবেলার গল্প” এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ সন্ধ্যায় টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে ইউনিটি অব ফ্রেন্ডস এর সহযোগিতায় ইত্যাদি গ্রন্থ প্রকাশ আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতি খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ষাটের দশকের অন্যতম কবি বুলবুল খান মাহবুব।
বিশেষ অতিথি ছিলেন নাগরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক কুশল ভৌমিক, কালিহাতী কলেজের প্রভাষক আলী হাসান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিটি অব ফ্রেন্ডস এর সদস্য কবি মাহফুজ মুজাহিদ।
Discussion about this post