কারকনিউজ ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর কলেজের সামনে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ওয়াসি আজাদ জানান, চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যানকে একইদিক থেকে আসা অপর একটি মাইক্রোবাস ধাক্কা দিলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত হন দুইজন। খবর পেয়ে আমাদের কর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে।
Discussion about this post