আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ইস্তানবুলের এশীয় অংশের পার্শ্ববর্তী আবাসিক এলাকায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে চার সেনা নিহত হয়েছেন। সোমবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
দেশটির গভর্নর আলী ইরলিকিয়া বলেন, একটি আবাসিক ভবনের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে ও সেখানে অ্যাম্বুলেন্স যেতে দেখা গেছে। সেখানে কোনো বেসামরিক লোকজন হতাহতের ঘটনা ঘটেনি। বিমানের অন্য সেনাদের কোনো ক্ষতি হয়নি। তবে দুর্ঘটনার কারণও জানা যায়নি।
এ ঘটনায় ইস্তানবুলের সরকারি কৌঁসুলি একটি তদন্ত শুরু করেছেন বলেও তিনি জানান।
এর আগে গত বছরের নভেম্বরে শহরটিতে আরেকটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনা নিহত হয়েছিলেন। বিমানটি একটি চার তলা ভবনকে ধাক্কা দিয়ে বিধ্বস্ত হয়েছিল।
Discussion about this post