স্টাফ রিপোর্টার : আগামীকাল মঙ্গলবার (১২ ফেব্রুয়ারী) টাঙ্গাইল স্টেডিয়ামে সকাল ৯.৩০ মিনিটে শুরু হচ্ছে প্রেসক্লাব আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্নামেন্ট। টাঙ্গাইল প্রেসক্লাব আয়োজিত প্রেসক্লাব আন্তঃ উপজেলা টুর্নামেন্টের উদ্বোধন করবেন বাসাইল-সখীপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।
উদ্বোধনী ম্যাচে সকালে ঘাটাইল প্রেসক্লাব ও দেলদুয়ার প্রেসক্লাব মুখোমুখি হবে। দিনের দ্বিতীয় খেলায় অংশ নিবে বাসাইল ও ঘাটাইল প্রেসক্লাব দল। টাঙ্গাইলের ১০টি উপজেলার প্রেসক্লাব এই জমজমাট ক্রিকেট টুর্নামেন্টে অংশ্রগ্রহণ করছে। ক গ্রুপে ঘাটাইল প্রেসক্লাব, দেলদুয়ার প্রেসক্লাব ও নাগরপুর প্রেসক্লাব। খ গ্রুপে টাঙ্গাইল প্রেসক্লাব, ভুঞাপুর প্রেসক্লাব, বাসাইল প্রেসক্লাব ও কালিহাতী প্রেসক্লাব। গ গ্রুপে সখীপুর প্রেসক্লাব, মির্জাপুর প্রেসক্লাব ও গোপালপুর প্রেসক্লাব।
টাঙ্গাইল প্রেসক্লাব আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে সকল উপজেলা প্রেসক্লাব ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে সাংবাদিকতার পাশাপাশি ব্যাট, বল হাতে মাঠে জোর প্রস্তুতি গ্রহণ করেছেন। প্রায় প্রতিটি দলের লক্ষ্য ভালো ক্রিকেট খেলা উপহার দিয়ে দর্শকের মন জয় করে চ্যাম্পিয়ন হওয়া। ৮ দিনব্যাপী এই টুর্নামেন্টে ১০টি উপজেলার প্রেসক্লাব দলগুলো অংশগ্রহণ করছে। প্রতিদিন ২টি (সকাল ৯.৩০ ও বিকাল ২.৩০) ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী (১৯ ফেব্রুয়ারী) ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
টাঙ্গাইল প্রেসক্লাব আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্নামেন্টের সদস্য সচিব ইফতেখারুল অনুপম বলেন, এরই মধ্যে টুর্নামেন্টের সকল আয়োজন প্রায় সম্পন্ন করা হয়েছে। এই টুর্নামেন্টের মধ্য দিয়ে জেলার সকল সাংবাদিকদের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধির পাশাপাশি আন্তরিকতা তৈরী হবে। সাংবাদিকরা একটা ঐক্যের মাঝে মানুষের সেবা, দেশের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে।
নিম্নে ফিকচার দেয়া হলো-
(১২ ফেব্রুয়ারী) মঙ্গলবার সকাল দেলদুয়ার প্রেসক্লাব বনাম ঘাটাইল প্রেসক্লাব, দুপুর বাসাইল প্রেসক্লাব বনাম কালিহাতী প্রেসক্লাব।
(১৩ ফেব্রুয়ারী) বুধবার সকাল টাঙ্গাইল প্রেসক্লাব বনাম ভূঞাপুর প্রেসক্লাব, দুপুর গোপালপুর প্রেসক্লাব বনাম মির্জাপুর প্রেসক্লাব।
(১৪ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার নাগরপুর প্রেসক্লাব বনাম দেলদুয়ার প্রেসক্লাব, দুপুর বাসাইল প্রেসক্লাব বনাম ভুঞাপুর প্রেসক্লাব।
(১৫ ফেব্রুয়ারী) শুক্রবার ভূঞাপুর প্রেসক্লাব বনাম কালিহাতী প্রেসক্লাব, দুপুর সখীপুর প্রেসক্লাব বনাম মির্জাপুর প্রেসক্লাব।
(১৬ ফেব্রুয়ারী) শনিবার নাগরপুর প্রেসক্লাব বনাম ঘাটাইল প্রেসক্লাব, দুপুর টাঙ্গাইল প্রেসক্লাব বনাম কালিহাতী প্রেসক্লাব।
(১৭ ফেব্রুয়ারী) রবিবার টাঙ্গাইল প্রেসক্লাব বনাম বাসাইল প্রেসক্লাব, দুপুর সখীপুর প্রেসক্লাব বনাম গোপালপুর প্রেসক্লাব।
আগামী (১৮ ফেব্রুয়ারি) সোমবার সকালে ১ম ও দুপুরে ২য় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী (১৯ ফেব্রুয়ারী) দুপুর ২.৩০ মিনিটে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সবগুলো খেলাই টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার আম্পায়াররা খেলা পরিচালনা করবে।
Discussion about this post