একাদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের ব্যানার ও পোস্টার সরানোর সময় বাড়ানো হয়েছে তিন দিন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
বুধবার (১৪ নভেম্বর) সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজ ব্যানার-পোস্টার সরানোর শেষ দিন ছিল। কিন্তু সময় আরও তিনদিন বাড়ানো হয়েছে। এর মধ্যে প্রার্থীদের ব্যানার ও পোস্টার সরিয়ে ফেলতে হবে।
একই দিনে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে বলেন, নির্বাচনে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হবে। সব প্রার্থীকে সমান সুযোগ দিতে হবে। কেউ যেন বঞ্চিত না হন, সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি বলেন, আপনাদের মাধ্যমে নতুন একটি ইতিহাস তৈরি হবে বাংলাদেশে। আপনাদের মাধ্যমে দেশে স্থিতিশীল অবস্থা প্রতিষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, এ নির্বাচন যদি সফল হয়, তা হলে এর পর থেকে হয়তো সরকার ও সংসদ থেকেই নির্বাচন পরিচালিত হবে। এদেশে কখনও রাষ্ট্রপতি শাসিত, কখনও সেনাবাহিনীর অধীনে আবার কখনও কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হয়েছে। কিন্তু এবারই প্রথম সরকারের অধীনে নির্বাচন।
Discussion about this post