কারকনিউজ ডেস্ক : ঢাকার ইডেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনের মৃত্যুর ঘটনায় বাসার দুই গৃহকর্মীকে খুঁজছে পুলিশ।
অধ্যক্ষকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। দুই গৃহকর্মী স্বপ্না ও রেশমা ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার সোমবার সকালে বলেন, ‘রোববার সন্ধ্যার পর অধ্যক্ষের লাশ উদ্ধার করা হয়। কিন্তু তার আগে বিকেল ৫টার দিকে গৃহকর্মীরা পালিয়ে যায়। তারাই এ হত্যাকান্ডের অন্যতম সন্দেহভাজন। কেননা ঘটনার সময় তারাই বাসায় ছিল। তাদের ধরার জন্য বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত আছে।’
পুলিশের কাছে তথ্য আছে, স্বপ্নার বাড়ি ফরিদপুরের বোয়ালমারী ও রেশমার বাড়ি কিশোরগঞ্জে। তারা অনেকদিন ধরে বাসায় কাজ করছিল।
মাহফুজা চৌধুরী ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত ইডেন কলেজের অধ্যক্ষ ছিলেন। তার স্বামী ইসমত কাদির গামা মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রাক্তন ভাইস চেয়ারম্যান। সুকন্যা টাওয়ারের ১৫ ও ১৬ তলায় দুটি ফ্ল্যাটে (ডুপ্লেক্স) তাদের বসবাস। ওপরের অংশে তাঁরা থাকেন। নিচতলায় রান্নাঘর ও গৃহকর্মীরা থাকতেন।
এর আগে রোববার রাতে ঢাকা কলেজের বিপরীত পাশে বহুতল ভবন ‘সুকন্যা টাওয়ার’ থেকে অধ্যক্ষ মাহফুজার লাশ উদ্ধার করা হয়।
সোমবার সকাল পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা হয়নি।
Discussion about this post