সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের সখীপুরে সরকারি সম্পদের অপব্যবহার করার অপরাধে উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের ইউপি সদস্য আরিফ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা এ অর্থ দন্ডাদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইউপি সদস্য আরিফ হোসেন বেকু দিয়ে অবাধে মাটি কেটে সরকারি সম্পদের অপব্যবহার করছেন। এমন খবরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা অভিযান চালিয়ে ওই ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা বলেন, সরকারি জমি থেকে মাটি কাটার অপরাধে এক ইউপি সদস্যকে জরিমানা করা হয়েছে।
Discussion about this post