কারকনিউজ ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ নির্বাচনে ৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন।
আ.লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামকে নৌকা, জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদকে লাঙল, স্বতন্ত্র প্রার্থী আবদুর রহিমকে টেবিল ঘড়ি, ন্যাশনাল পিপলস পার্টির আনিসুর রহমানকে আম ও প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির শাহিন খানকে বাঘ প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
রোববার সকালে ডিএনসিসির রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম তাদের প্রতীক বরাদ্দ দেন। প্রতীক বরাদ্দের পর সবাইকে আচরণবিধি মেনে প্রচার-প্রচারণায় অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন উত্তরের রিটার্নিং কর্মকর্তা।
Discussion about this post