আগামী ১৬ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা- এ ডটার’স টেল’। বহুল আলোচিত এ ছবি মুক্তি পাবে চারটি হলে।
মঙ্গলবার (১৩ নভেম্বর) রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইন্সটিটিউট অব বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন এ ছবির নির্মাতা পিপলু আর খান।
অনুষ্ঠানে জানানো হয়, রাজধানীর স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, মধুমতিা ছাড়াও চট্টগ্রামের সিলভার স্ক্রিনে দেখা যাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়ে ছবিটি।
ছবিটি প্রসঙ্গে বক্তারা বলেন, ‘এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গল্প নয়। এটি বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার গল্প। এখানে জানা যাবে ব্যাক্তি হাসিনার জীবনের অজানা সব কথা ও গল্পদের।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস, গ্রে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও কান্ট্রি হেড গাউসুল আলম শাওন ও চলচ্চিত্রকার, লেখক শিবু কুমার শীল।
Discussion about this post