স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ঐতিহাসিক কাগমারী সম্মেলনের ৬২ বছর পূর্তি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুওে টাঙ্গাইল শহরের সাধারণ গ্রন্থাগারের ২য় তলায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মওলানা ভাসানী ফাউন্ডেশন আয়োজিত, ৬২ বছর পূর্তি এ আলোচনা সভায় ফাউন্ডেশনের সভাপতি খন্দকার নাজিমুদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্ঠা বিশিষ্ট কবি ও মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব, সৈয়দ ইরফানুল বারী, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও সুশান্ত কুমার রায় প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজিবি সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মওলানা ভাসানী তৎকালীন পূর্ব পাকিস্তানের একটি জনসভায় আসসালামু আলাইকুম বলেই তাদের বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছিলেন। তিনি ছিলেন নির্যাতিত নিপিড়িত মানুষের নেতা। এছাড়া তার আত্মজীবনী ও রাজনৈতিক বিভিন্ন দিকনির্দেশনা নিয়েও আলোকপাত করেন আলোচকবৃন্দ।
Discussion about this post