স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের ঘাটাইলে এসএসসি পরীক্ষায় গণিত প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার সাগরদিঘী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন, সাগরদিঘী শ্যামল কোচিং সেন্টারের পরিচালক শ্যামল সাহা ও সাগরদিঘী উচ্চ বিদ্যালয়ের দপ্তরি আব্দুর রহমান।
এ ব্যাপারে ঘাটাইলের সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (ওসি) আশরাফুল ইসলাম বলেন, পরীক্ষা শুরু হওয়ার আগেই সাগরদিঘী এসএসসি পরীক্ষা কেন্দ্রের বাইরে শ্যামল সাহা ও দপ্তরি আব্দুর রহমানের কাছ থেকে আজকের অনুষ্ঠিত গণিত পরীক্ষার নৈব্যত্তিক প্রশ্নপত্র পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ তাদেরকে এ অবস্থায় প্রশ্নপত্রসহ হাতে নাতে গ্রেফতার করে।
Discussion about this post