কারকনিউজ ডেস্ক : বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় দুই কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার কাঠালিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
এই অভিযান পরিচালনা করেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.জ.মো. মাসুদুজ্জামান।
গ্রেফতারকৃত মাদক বিক্রেতারা হলেন- বাকেরগঞ্জের কাঠালিয়া গ্রামের রত্তন হাওলাদারের ছেলে খোকন হাওলাদার (৪০) এবং রাজাপুর গ্রামের মজিবর মৃধার ছেলে মো. হোসেন (২৪)।
এই অভিযানে অংশ নেওয়া উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা ও এসআই জহিরুল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদর ভিত্তিতে গভীর রাতে খোকন হাওলাদারের বাড়িতে অভিযান করে তাকে ও সহযোগী হোসেনকে গ্রেফতার করা হয়। ওই সময় বাসা থেকে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা এজাহার করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি মাসুদুজ্জামান।
Discussion about this post