বিশেষ প্রতিবেদক : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ দলের সকল রাজবন্ধীদের নিঃশর্ত মুক্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইল জেলা বিএনপি।
আজ শনিবার দুপুরে ভিক্টোরিয়া রোডস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশী বাধায় শামছুর রহমান খান পৌর মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।
এসময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেরী, শফিকুর রহমান খান শফিক, প্রচার সম্পাদক এ কে এম মনিরুল হক, সদর থানা বিএনপির সভাপতি আসগর আলী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান জুয়েল, সৈয়দ শাতিল, জাহিদ হোসেন মালা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান উজ্জল, মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াসমিন, তাঁতী দলের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ জেলা বিএনপি, ছাত্রদল, শ্রমিকদল, মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Discussion about this post