বিশেষ প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলায় শিশু অপহরনের সময় দুই যুবককে আটক করেছে এলাকাবাসী।
আজ শুক্রবার বিকেলে মগড়া ইউনিয়নের দিঘিবিল জামে মসজিদের পাশে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো- সিরাজগঞ্জ জেলার রগু ও অটোরিক্সা চালক ঢাকার মিরপুর এলাকার সাইদ আলীর ছেলে নাসির।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী জহুরুল ইসলাম বলেন, আমি ধানের বস্তা নিয়ে বাড়ি যাচ্ছিলাম তখন দেখি দুইজন লোক শিশুটিকে কোলে তুলে নিয়ে যাচ্ছে। তখন আমি তাদের বাঁধা দেই। শিশুটির মা মসজিদের অন্য দিকে থাকায় প্রথমে বুঝতে পারেনি। পরে মসজিদের ইমাম সাহেব এগিয়ে এসে তাদের জিঞ্জাসাবাদ করে। এসময় শিশুটির মা এগিয়ে এসে অপহরণকারীর কাছ থেকে মেয়েকে নিজের কাছে নিয়ে নেয়। পরে এলাকাবাসীরা এগিয়ে এসে অপহরণকারীদের আটক করে। একপর্যায়ে এলাকাবাসী তাদের গণধোলাই দিতে থাকে। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়।
শিশুটির মা মায়া বেগম বলেন, যে লোকটি আমার মেয়েকে কোলে তুলে নিয়ে যাচ্ছিলো আমি তাদের চিনি না। এরআগে কখনো এই এলাকায় তাদের দেখি নাই। আমি প্রথমে বুঝতে পারিনি। পরে আমার মেয়েকে আমার পাশে না দেখে খুঁজতে থাকি। এসময় রাস্তার পাশে একটি অটোরিক্্রায় অপহরনকারীদের কাছে আমার মেয়েকে দেখে আমি তাদের কাছ থেকে মেয়েকে আমার কাছে নিয়ে আসি।
এলাকাবাসীর কাছে আটক রিক্সাচালক নাসির বলেন, আমি তো রিক্সা চালাই। আমি কোন অপহরণকারী না। আমাকে শহর থেকে এই এলাকায় নিয়ে আসছে ওই লোক। আমিতো প্রথমে ভাবছি তার কোন আত্মীয়। পরে জানতে পারলাম সে শিশুটির কোন আত্মীয় না। স্যার আমার কোন দোষ নাই।
পরে এলাকাবাসী এ ঘটনায় আটক দুই যুবককে পুলিশে সোর্পদ করে। এ সংবাদ লেখা পর্যন্ত টাঙ্গাইল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Discussion about this post