দেখতে দেখতে চলে আসছে শীত। শীত মানেই শুষ্ক ত্বক। অনেক সময় ত্বক এতোটাই শুষ্ক হয়ে যায় যে তা ফেটে যায়। শীতে তাই ত্বকের রক্ষায় নিতে হয় বাড়তি যত্ন। শুধু নিজের নয়, শীতে নজর দিন আপনার শিশুর ত্বকের যত্নেও।
১. শীতে শিশুর ত্বক শুষ্ক হওয়া থেকে করতে পারে তেল মালিশ। গোসলের আগে শিশুর শরীরে তেল মেখে হালকা মালিশ করুন। তেল হিসেবে জলপাই তেল ব্যবহার করতে পারলে বেশি ভালো।
২. শীতকালে নবজাতককে প্রতিদিন গোসল করানোর দরকার নেই। চিকিৎসকদের মতে, দুইদিন অন্তর একবার গোসল করালেই ভাল। শিশুদের গোসলে হালকা গরম পানি ব্যবহার করা ভাল। পানি বেশি গরম যাতে না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
৩. গোসলের পর শিশুর ত্বকে ক্রিম ব্যবহার করুন। যে ক্রিমে ঘৃতকুমারী, দুধ ও বাদাম তেল রয়েছে তা শিশুর জন্য ভালো বলে মত চিকিৎসকদের।
৪. শীতের প্রকোপ থেকে রক্ষা করতে শিশুকে লেপ বা উলের মতো বস্তু না দিয়ে নরম কোন বস্ত্র দিন। খসখসে বস্ত্র শিশুর ত্বকের ক্ষতি করে।
Discussion about this post