খেলাধুলা ডেস্ক : ব্রাজিলের বৃহৎ ফুটবল ক্লাব ফ্লামেঙ্গোর ডরমিটরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ ফুটবলারসহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর জানিয়েছে।
সর্বশেষ খবর অনুযায়ী নিহত দশজনের মধ্যে চারজন ক্লাবের একাডেমির খেলোয়াড়, দুজন ক্লাবে ভর্তি হওয়ার জন্য ট্রায়াল দিতে এসেছিল। বাকি চারজন ক্লাবের কর্মকর্তা। স্থানীয় কর্তৃপক্ষের ধারণা, ঘুমিয়ে থাকার আগুন লাগার বিষয়টি টের না পাওয়াতেই এতো হতাহতের ঘটনা ঘটেছে।
এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।
স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, ডরমিটরিতে যখন আগুন লাগে তখন খেলোয়াড়রা ঘুমিয়ে ছিলেন। স্থানীয় সময় শুক্রবার ভোর ৫:১০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। দুই ঘণ্টারও বেশি সময় পর সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ওই ডরমিটরি ১৪ থেকে ১৭ বছরের কিশোর ফুটবল খেলোয়াড়রা ব্যবহার করত। এ ক্লাবেই বেড়ে উঠেছেন সদ্য রিয়ালে যোগ দেয়া ও গত এল ক্লাসিকোতে ফুটবলপ্রেমীদের মন জয় করা ভিনিসিয়ুস জুনিয়র।
Discussion about this post