কারকনিউজ ডেস্ক: টাঙ্গাইলের ভুঞাপুর বাজার এলাকায় ঘাতক ট্রাক কেড়ে নিল এক পাগলীর প্রাণ। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। পাগলীটি এলাকায় ছায়া পাগলী নামে পরিচিত ছিলেন।
জানা যায়, দুপুরের দিকে ছায়া পাগলীর রাস্তা পারাপারের সময় একটি নম্বরবিহীন ১০ চাকার হাইড্রোলিক ট্রাক বেপরোয়া গতিতে এসে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় জনগণ ঘাতক ট্রাকটিকে আটক করেছে এবং এর চালক চতুরতার সাথে পালিয়ে গেছে।
এ ঘটনায় ভুঞাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে। ছায়া পাগলী ভুঞাপুর বাজার এলাকায় দুই দশক ধরে অবস্থান করছিলেন। কারও অনিষ্ট না করায় এলাকার লোকজনের সহানুভূতিতে আশেপাশেই রাত্রিযাপন করতেন।
তিনি কোথা থেকে এসেছেন বা তার কোন আত্মীয় স্বজনদের কোন খোঁজ পাওয়া যায়নি। তার মৃত্যুতে এলাকার লোকজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
Discussion about this post