স্টাফ রিপোর্টার : বাংলা ইশারা ভাষা দিবসে টাঙ্গাইলে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
র্যালি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূণরায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল হামিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খান, মেডিকেল অফিসার ডা. মো. ইব্রাহিম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাই কেয়ার স্কুলের প্রধান শিক্ষক ইসরাত জাহান, বধির সংস্থার সভাপতি মো. শহীদুল ইসলাম প্রমুখ।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Discussion about this post