স্টাফ রিপোর্টার : ‘ব্যবসাতে প্রযুক্তি, দিন দিন উন্নতি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে টাঙ্গাইলে ডিজিটাল দোকানি মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে বাংলাদেশ দোকান মালিক সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।
টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরনের সভাপেিত্ব মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন খান, বাংলাদেশ দোকান মালিক সমিতির চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন।
ইউএনসিডিএফ এর সার্বিক তত্ত্বাবধানে মেলার অর্থায়নে ছিলো ইউরোপীয় ইউনিয়ন।
Discussion about this post