স্টাফ রিপোর্টার : একাদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান।
জাতীয় সংসদের অধিবেশন চলাকালে চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী এই কমিটির সভাপতি ও সদস্যদের নাম প্রস্তাব করেন এবং তা কণ্ঠভোটে পাস হয়।
এ ছাড়া এই দিনে আটটি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি গঠিত হয়। কমিটিগুলো হচ্ছে, খাদ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়।
কমিটিগুলোর মধ্যে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম, সদস্য নুরুল ইসলাম নাহিদ, হাজী সেলিম, আতিউর রহমান আতিক, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, আব্দুল হাই, আয়েন উদ্দিন, আতাউর রহমান খান।
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন আবুল হাসান মাহমুদ আলী, সদস্য আব্দুস শহীদ, মোস্তাফিজুর রহমান চৌধুরী, নাজমুল হাসান পাপন, কাজী নাবিল আহমেদ, আহমেদ ফিরোজ কবির, বেগম সেলিমা আহমদ, রানা মো. শৈয়ব।
বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন তোফায়েল আহমেদ, সদস্য আকম বাহাউদ্দিন, মাহমুদুস সামাদ চৌধুরী, ইউসুফ আব্দুল্লাহ হারুন, হাসান ইমাম খান, তাহজিব আলম সিদ্দিকী, সেলিম আলতাফ জর্জ, লিয়াকত হোসেন খোকা।
স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম, সদস্য মুরাদ হাসান, আফম রুহুল হক, মহিবুর রহমান মানিক, একরামুল করিম চৌধুরী, ইউনুস আলী সরকার, মো. মনছুর রহমান, আব্দুল আজিজ।
শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু, সদস্য এ কে এম ফজলুল হক, হাবিবুর রহমান মোল্লা, এ কে এম শামীম ওসমান, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী (ডিউক), আবু রেজা মো, নেজামউদ্দীন নদভি, মো. শাহিদুজ্জামান, কাজিম উদ্দিন আহমেদ।
কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী, সদস্য ইমাজ উদ্দিন প্রামাণিক, মোসলেম উদ্দিন, ওমর ফারুক চৌধুরী, আব্দুল মান্নান, মামুনুর রশিদ কিরণ, আনোয়ারুল আবেদিন খান, জয়া সেনগুপ্ত।
পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কর্নেল (অব.) ফারুক খান, সদস্য নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, আব্দুল মজিদ খান, ডা. হাবিবে মিল্লাত, নাহিম রাজ্জাক, কাজী নাবিল আহমেদ, নিমাজউদ্দিন জলিল জন।
স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খন্দকার মোশাররফ হোসেন, সদস্য মশিউর রহমান রাঙ্গা, শেখ আফিল উদ্দিন, রেবেকা মোমেন, রাজী মো. ফখরুল, মো. শাহে আলম, ছানোয়ার হোসেন, আব্দুস সালাম মুর্শেদী।
এদিকে আতাউর রহমান খানকে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করায় তার নির্বাচনী এলাকা ঘাটাইলে আনন্দের বন্যা বয়ে যায়। আওয়ামী লীগের নেতাকর্মী ও ভক্ত সাধারণ মিষ্টি বিতরণ করে আনন্দ ভাগাভাগি করে নেন।
আতাউর রহমান খান এ বিষয়ে বলেন, ঘাটাইলের সর্বস্তরের জনগণ ভালবেসে ভোট দিয়ে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আমি দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করে ভোটের মর্যাদা দেওয়ার চেষ্টা করবো। এছাড়া ঘাটাইলের সার্বিক উন্নয়ন ও সকল প্রকারের সন্ত্রাস অরাজগতা নির্মূলে কাজ করে যাবো।
Discussion about this post