টাঙ্গাইলের নাগরপুরে শিশু নির্যাতনকারীর শাস্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে তীরছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা। মঙ্গলবার উপজেলার টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের তিরছায় এলাকায় নির্যাতনকারীর শাস্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে।
পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নির্যাতনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে আশস্ত করলে অভিভাবক ও শিক্ষার্থীরা সড়ক অবরোধ উঠিয়ে নেয়।
এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা গ্রহণ কল্পে নাগরপুর থানায় লিখিত অভিযোগ করা হলেও আইনানুগ ব্যবস্থা না হওয়ায় অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ মঙ্গলবার মানববন্ধন ও সড়ক অবরোধ করে নির্যাতনকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ বিষয়ে নাগরপুর থানার ওসি আলম চাঁদ বলেন, অভিযোগের তদন্ত কর্মকর্তা প্রশিক্ষণে যাওয়ায় তদন্ত কাজ বিলম্ব হয়েছে। মানববন্ধন ও সড়ক অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে পুলিশ প্রেরণ করি। দ্রুত শিশু নির্যাতনকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।
উল্লেখ্য, চয়ন ও তার সহপাঠী ভালকুটিয়া গ্রামের বাবু মিয়ার ছেলে বাধন (৬) উপজেলার তীরছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়ে। স্কুলে দুই সহপাঠীর মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। পরে সন্ধ্যায় বাধনের বাবা বাবু চয়নের বাড়িতে গিয়ে শিশু চয়নের কান ধরে এলোপাথারি চড় থাপ্পর মারে ও ভবিষ্যতে আর কখনো ঝগড়া করতে আসলে মেরে বস্তায় ভরবো ও বাড়ী ঘর জ্বালিয়ে দিব বলে হুমকি দেয়। ঘটনার পরে শিশু চয়নের শারিরীক অবস্থা খারাপ হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
Discussion about this post