আন্তর্জাতিক ডেস্ক : ভিয়েতনামে ফের মুখোমুখি বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। মার্কিন কংগ্রেসে স্টেট অব দ্য ইউনিয়ন বক্তৃতায় নিজেই এ কথা জানিয়েছেন ট্রাম্প।
চলতি মাসের ২৭ আর ২৮ তারিখ বৈঠক হতে চলেছে দু’দেশের শীর্ষ কর্তাদের মধ্যে।
গত ১২ জুন সিঙ্গাপুরে প্রথম বার মুখোমুখি হন কিম-ট্রাম্প। সেই বৈঠকের পরে উত্তর কোরিয়া আর কোনও নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেনি বলে দাবি করেছেন ট্রাম্প। আর গোটা বিষয়ের কৃতিত্ব নিয়েছেন নিজেই।
বলেছেন, আমি যদি আমেরিকার প্রেসিডেন্ট না হতাম, কোরীয় উপদ্বীপে এতদিনে উত্তর কোরিয়ার সঙ্গে আমাদের দেশের ভয়ঙ্কর যুদ্ধ লেগে যেত।
Discussion about this post