মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজিই বিভাগের মিলনায়তনে জার্মানের ডিএএডি এর পক্ষ থেকে গতকাল বিকেলে ‘‘স্টাডি, রিসার্চ এন্ড স্টুডেন্ট ভিসা রিকয়্যারমেন্ট ফর জার্মানী’’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন।
সেমিনারে বক্তব্য রাখেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এ. এস. এম. সাইফুল্লাহ্, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের (ভারপ্রাপ্ত) ডিন ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম। এছাড়া বাংলাদেশে কর্মরত জার্মানের ডিএএডি-এর সাংস্কৃতিক বিভাগের সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক কর্মকর্তা তামারা কবির এবং তথ্য ও অফিস ব্যবস্থাপক রোমানা কবির বক্তব্য রাখেন।
সেমিনারে জার্মানের প্রতিনিধিগণ বাংলাদেশের বিভিন্ন বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা কিভাবে উচ্চ শিক্ষা গ্রহণ করবে, তাদের জন্য কি কি সুযোগ রয়েছে এবং জার্মানে উচ্চ শিক্ষার জন্য স্টুডেন্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে বিস্তারিত তথ্য তুলে ধরেন। সেমিনার শেষে ভাইস চ্যান্সেলর মহোদয়ের সাথে প্রতিনিধিগন এক মতবিনিময় সভায় মিলিত হন।
Discussion about this post