স্বাস্থ্য ডেস্ক : অ্যাটোপিক ডার্মাটাইটিস ত্বকের এক ধরনের প্রদাহ। এই সমস্যায় ত্বকে লালচে ভাব ও চুলকানি হয়। মা-বাবার থাকলে এটি শিশুদেরও হতে পারে।
ডাক্তারদের মতে, ‘অ্যাটোপিক ডার্মাটাইটিস রোগীদের কোনো রকম প্রিজারভেটিভ সমৃদ্ধ খাবার খাওয়া যাবে না। যত সতেজ খাবার খাওয়ানো যায় তত ভালো।’
‘আর শিশু বুকের দুধ খেলে সেটি খাওয়াতে হবে। সেই সঙ্গে ময়েশ্চারাইজার মাখতে হবে। সেরামাইড বা ডার্মাটাইড ময়েশ্চারাইজার, যেটি লিকোরাইটযুক্ত সেটি ব্যবহার করতে হবে।’
Discussion about this post