বিশেষ প্রতিবেদেক : টাঙ্গাইল বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের জায়গা জোরপূর্বক দখল দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি।
আজ বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, সুইড টাঙ্গাইল শাখার ভূমি অবমুক্ত করার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ভূমিদস্যু মতিয়ার রহমানের কড়ালগ্রাস থেকে বিদ্যালয়ের জায়গা অবমুক্ত করার দাবিতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিলুফা আক্তার, বিদ্যালয় কমিটির সদস্য মো. মহিদুর রহমান, অভিভাবক সদস্য সৈয়দ আব্দুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, যতক্ষন পর্যন্ত আমাদের বিদ্যালয়ের জায়গা অবমুক্ত করা না হবে আমরা আমাদের বিভিন্ন কর্মসূচি পালন করে যাবো। আমরা সরকারের কাছে এই ভূমিদস্যু বিচার চাই।
এসময় টাঙ্গাইল বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যরা মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
Discussion about this post