স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলে দেশীয় চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা।
মঙ্গলবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার চর খিদির গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুলাল রবি দাস (৪৫) একই এলাকার মৃত শুকলাল রবি দাসের ছেলে। এ সময় তার কাছ থেকে ১২ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার হাসান আরাফাত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি চোলাই মদসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃ দুলাল জিজ্ঞাসাবাদে জানায় সে টাঙ্গাইল শহর এলাকাসহ আশপাশ এলাকায় বিভিন্ন মাদক সেবিদের নিকট তাদের চাহিদা অনুযায়ী দেশীয় তৈরী চোলাই মদ সরবরাহ করে থাকে।
Discussion about this post