কারকনিউজ ডেস্ক : মামলা দীর্ঘ হলে জনগণের ভোগান্তি বাড়ে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেকোনো মামলা দ্রুত নিষ্পত্তিতে পুলিশকে বিশেষ নজর দিতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, অনেক সময় মামলা তদন্তে দীর্ঘ সময় লেগে যায়। মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ নজর দিলে জনগণ উপকৃত হবে।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বক্তৃতাকালে শেখ হাসিনা এসব কথা বলেন।
এসময় পুলিশের মামলা তদন্তকারী কর্মকর্তাদের আন্তরিক হওয়ার আহ্বানও জানান তিনি।
শেখ হাসিনা বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তা আর সামাজিক শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর গৌরব ধরে রাখতে হবে। তিনি বলেন, পুলিশ বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে নানা সংকট মোকাবেলা করছে। পুলিশের কী কী দরকার বাহিনী তা চাওয়ার আগেই পূরণ করেছে সরকার। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নিরাপত্তা এবং সাইবার ক্রাইমের বিষয়ে পুলিশকে সজাগ থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সাইবার ক্রাইমের বিষয়ে সজাগ থাকার তাগিদ দিয়ে তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন করার পর কেউ কেউ কথা বলেছে। কিন্তু এটি আমরা করেছি মানুষের নিরাপত্তা দিতে। নিরীহ মানুষ আছে, তাদের অধিকার সংরক্ষিত রাখতে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে।
মাদক ও দুর্নীতি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে বলে জানান আওয়ামী লীগ সভাপতি। তিনি বলেন, ‘সাধারণ মানুষের মধ্যে এর কুফল ছড়িয়ে দিতে হবে। এগুলো করতে পারলে সব চেয়ে বেশি কার্যকর হবে। দেশ থেকে জঙ্গি, মাদক ও সন্ত্রাস দূর করতে পারলেই বাংলাদেশকে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পারব।’
Discussion about this post