আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি আট তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা রয়র্টাস এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, প্যারিসের অভিজাত ষেড়শ আহদিসমো এলাকার আট তলার একটি ভবনে আগুন লাগে। এ ঘটনায় তিন দমকল কর্মীসহ ২৭ জন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিসের একজন মুখপাত্র জানান, আটতলার একটি রুম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার পর তা সপ্তম তলায়ও ছড়িয়ে পড়ে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজ প্রত্যক্ষদর্শী একজনের বরাত দিয়ে জানায়, আগুন লাগার ঘটনায় আতঙ্কিত হয়ে অনেকে ছাদ থেকে লাফিয়ে পড়েন।
Discussion about this post