কারকনিউজ ডেস্ক : বকেয়া বেতনসহ চাকরি স্থায়ীকরণ অথবা পরবর্তী প্রকল্পে স্থানান্তরের দাবিতে অনির্দিষ্টকালের অনশন কর্মসূচির ৩য় দিন পার করছেন অতিরিক্ত শ্রেণিশিক্ষকরা (এসিটি)।
মঙ্গলবারও (৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।
বাংলাদেশ এসিটি অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক চন্দ্র বর্মন বলেন, ২০১৭ সালেল ডিসেম্বরে সমাপ্ত সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্টে (সেকায়েপ) নিয়োগ পাওয়া অতিরিক্ত শ্রেণিশিক্ষকদের (এসিটি) চাকরি স্থায়ী করার আশ্বাস দেয়া হলেও তা বাস্তবায়ন না হওয়ায় পাঁচ হাজার শিক্ষকের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে। প্রকল্প শেষ হওয়ার পরও মৌখিক আশ্বাসে ক্লাস করে আসছি। চাকরি স্থায়ীকরণের দাবিতে কয়েকদফা মানববন্ধন করেছি। আশ্বাস অনুযায়ী মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুনগত মানোন্নয়নে নতুন প্রকল্প এসইডিপিতে সেকায়েপের বিভিন্ন কম্পোনেন্টের (পাঠাভ্যাস ও উপবৃত্তি) কার্যক্রম চালু হলেও এসিটিদের চাকরি স্থায়ী করার কোনো পদক্ষেপ নেয়া হয়নি। এতে চরমভাবে হতাশ হয়ে পড়েছেন এ শিক্ষকরা।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চাকরি স্থায়ীকরণের সুপারিশের চিঠি দিলেও তা উপেক্ষা করে শিক্ষা মন্ত্রণালয় আমাদেরকে স্থায়ী করছে না। আমরা অবিলম্বে স্থায়ীকরণের লিখিত নোটিসসহ স্কুলে ফিরে যেতে যায়। মৌখিক আশ্বাসে আমরা এতোদিন ক্লাস করে এসেছি। আর মৌখিক আশ্বাস বিশ্বাস হয় না।
কর্মসূচিতে প্রায় আট’শ শিক্ষক অংশ নিয়েছেন।
Discussion about this post