বরিশালের উজিরপুর উপজেলায় বন্দুকযুদ্ধে রবিউল নামের একজন নিহত হয়েছেন।
নিহত রবিউল আলম (৩৫) মাদারীপুর জেলার বাসন্দিা ও উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিৎ ঘোষ নান্টুকে গুলি করে হত্যা মামলার আসামি ছিলেন।
মঙ্গলবার সকাল ১০টায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের পুলিশ সুপার সাইফুল ইসলাম।
তিনি বলেন, ‘সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদারীপুর থেকে গ্রেপ্তার করা হয় রবিউল আলমকে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি হত্যা মামলা রয়েছে। এরপর মধ্যরাতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে উজিরপুরের ফুলতলা এলাকায় অস্ত্র উদ্ধারের অভিযানে যায় পুলিশ। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালায়। এ গুলি বিনিময়ের সময় রবিউল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান।’
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
Discussion about this post