আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় মালি সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসী হামলায় ১৪ জন নিহত হয়েছেন। ফ্রান্সভিত্তিক বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার (৪ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।
দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, নিহতরা সবাই বেসামরিক লোক।
সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল লামোসা ফোফানা এক বিবৃতিতে বলেন, ‘কাইনে সন্ত্রাসী হামলায় ১৪ বেসামরিক লোক নিহত হয়েছে।’
এদিকে, এ হামলার পর সেনা সদস্যরা উত্তরাঞ্চলীয় তিনটি প্রদেশে অভিযান চালায়।
ফোফানা বিবৃতিতে বলেন, এ হামলার জবাবে জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত বানহ’র কাইন শহর ও বোম্বোরোর বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে।
বিবৃতিতে আরো বলা হয়, তিনটি এলাকায় ‘স্থল ও বিমান হামলা চালানো হয়। এতে ১৪৬ সন্ত্রাসী নিহত হয়।
Discussion about this post