কারকনিউজ ডেস্ক : জামালপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নুরুন্দি স্টেশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস থেকে নামতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে শিমুল নামে একজনের পরিচয় জানা গেছে। তার বাড়ি সদর উপজেলার তুলশিরচর এলাকায়। অপর জনের পরিচয় এখনো জানা যায়নি।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র পণ্ডিত জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর যুমনা এক্সপ্রেস ট্রেনটি নুরুন্দি স্টেশনে এলে দুই যুবক লাফ দিয়ে ট্রেন থেকে নামতে যান। এসময় পা ফসকে পড়ে গেলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
Discussion about this post