কারকনিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে প্রাক্তন স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ড ও ১ লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।
সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক শওকত আলী এ রায় দেন।
দন্ডিত আসামী হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর মিয়াপাড়া গ্রামের মোঃ আমির হোসেনের ছেলে সুমন আলী (২৮)।
মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর মিয়াপাড়া গ্রামের মোঃ আমির হোসেনের ছেলে সুমন আলীর সাথে গত ২০১২ সালের ২৫ অক্টোবর একই উপজেলার একই ইউনিয়নের বাজারপাড়া গ্রামের মো. নূর আলমের মেয়ে ফারজানা আকতার সিমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই কারণ অকারনেই সিমাকে তার স্বামী মারধর করে আসছিল। ২০১৫ সালের ডিসেম্বর মাসে গ্রাম্য সালিশের মাধ্যমে উভয়পক্ষের সম্মতিতে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরই এক পর্যায়ে ২০১৬ সালের ৭ অক্টোবর সুমন ছুরি হাতে সীমাদের বাড়িতে প্রবেশ করে সীমা ও তার মা দিলোয়ারা বেগমকে উপর্যপুরি ছুড়িকাঘাত করলে ঘটনাস্থলেই সীমা মারা যায়।
এই ঘটনায় নিহত সীমার ছোট ভাই মোঃ কামরুজ্জামান বাদী হয়ে সুমনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে সুমনকে অভিযুক্ত করে ২০১৭ সালের ৬ জানুয়ারী আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সারোয়ার রহমান।
সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক উপরোক্ত এ রায় দেন।
আসামী পক্ষে কৌশলী ছিলেন, অ্যাড. সৈয়দ শাহজামাল এবং রাষ্ট্র পক্ষে ছিলেন, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা।
Discussion about this post