কারকনিউজ ডেস্ক : বিপিএল নিয়ে ব্যস্ত থাকায় সংসদ অধিবেশনে প্রথম দিনে যোগ দিতে পারেননি নড়াইল-২ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। তবে আজ রোববার প্রথমবারের মতো সংসদ অধিবেশনে যোগ দেবেন তিনি। শনিবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন মাশরাফী। একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে ৩০ জানুয়ারি।
গতকাল শনিবার কুমিল্লাকে ৯ উইকেটে হারিয়ে ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই বিপিএলের প্রাথমিক পর্ব শেষ করেছে রংপুর রাইডার্স। এই দলের অধিনায়ক মাশরাফীই।
আজ খেলা নেই। তাই মাশরাফি যাবেন সংসদে। আগামীকাল সোমবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লার মুখোমুখি হবে মাশরাফির রংপুর রাইডার্স।
Discussion about this post