নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : “সুস্থ সবল জাতি চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই” এই প্রতিপাদ্য সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০১৯ পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা প্রশাসন নাগরপুর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে সদর বাজারে গুরুত্বপর্ন সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান আনিস, প্রভাষক মো. আমিনুর রহমান, নাজরিন আক্তার, আতাউর রহমান, নাগরপুর বাজার সমিতির আহবায়ক মো. হাবিবুর রহমান লিটন। এ সময় উপজেলার বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও বাজারের ব্যবসায়ীসহ গনম্যান ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Discussion about this post