স্টাফ রিপোর্টার : ‘নিরাপদ খাদ্যে ভরবো দেশ সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইল জেলা প্রসাশন ও জেলা খাদ্য বিভাগের আয়োজনে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা খাদ্য নিয়ন্ত্রন জি.এম ফারুক হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন থান, এ সময় বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদপ্রমুখ।
Discussion about this post