স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পেশাদার চালকদের উদ্দেশ্যে সচেতনা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে একক আত্মমানবিক উন্নয়ন সংস্থার উদ্যোগে জেলা শিশু একাডেমি মিলনায়তনে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) টাঙ্গাইল সার্কেল এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজা মো. গোলাম মাছুম প্রধান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একক আত্মমানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ, অর্থপরিচালক কাজল মাহমুদ, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) টাঙ্গাইল সার্কেলের পরিচালক (ইঞ্জিন) আবু নাঈম, সদর কার্যালয়ের পরিচালক (ইঞ্জিন) মো. লোকমান হোসেন মোল্লা, পুলিশ পরিদর্শক (প্রশাসন ও অর্থ) মো. জানে আলম, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মো. রাশেদুর রহমান তাবিব, বাস কোচ মিনিবাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক মমিনুল হক লাভলু প্রমুখ।
কর্মশালায় শতাধিক চালক অংশগ্রহণ করে।
Discussion about this post