কারকনিউজ ডেস্ক : সিলেটে ২ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ৪/৫ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে ঘরবাড়ি দুলতে থাকলে লোকজন দ্রুত বেরিয়ে আসেন। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শনিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২৯ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।
নগরের ঘাসিটুলা এলাকার বাসিন্দা শাহিদা জামান জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে ভবন কেঁপে ওঠে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।
এর আগে গত সোমবার (১৪ জানুয়ারি) রাত ১টা ৫৫ মিনিটে কম্পনে কেঁপে ছিল সিলেট। রিখটার স্কেলে যার মাত্রা ছিলো ২ দশমিক ৫।
Discussion about this post