স্বাস্থ্য ডেস্ক : স্ট্রোক হলো মস্তিষ্কের রক্তনালীর রোগ। স্ট্রোক দুই ধরনের হয় একটি হলো রক্তনালী বন্ধ হয়ে যায়। আরেকটি হলো রক্তনালী ছিঁড়ে যায়। ১০০ জনের মধ্যে ৮৫ জনের স্ট্রোকের জন্য রক্তনালী বন্ধ হয়ে যায়। আর রক্তনালী ছিঁড়ে যায় ১০০-এর মধ্যে ১৫ জনের। রক্তনালী বন্ধ হওয়া, স্ট্রোকের লক্ষণগুলো এক রকম থাকে। আর রক্তনালী যদি ছিঁড়ে যায়, এই স্ট্রোকের লক্ষণ আরেক রকমের থাকে।
বন্ধ হলে একদিকে প্যারালাইসিস হবে। অথবা কথা বলায় সমস্যা হবে। রক্তনালী যদি ছিঁড়ে যায়, এগুলোর সঙ্গে সঙ্গে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় রোগীর মাথাব্যথা হয়। রোগী অজ্ঞান হয়ে যায় এবং রোগীর প্রচণ্ড পরিমাণে বমি হয়।
স্ট্রোক করলে দ্রুত রোগীকে আশপাশের হাসপাতালে নিতে হবে। তবে যদি স্ট্রোক বিশেষজ্ঞ বা নিউরোলজিস্ট সেই হাসপাতালে থাকে, সেই ক্ষেত্রে ভালো হয়। কারণ, রক্তনালী বন্ধ হলে এর একটি চিকিৎসা রয়েছে। আগের মধ্যে নিয়ে আসা যায়। তবে সেই চিকিৎসা হবে খুব দ্রুত। কয়েক ঘণ্টার ভিতরে। সাধারণত তিন থেকে সাড়ে চার ঘণ্টা বা ছয় ঘণ্টার মধ্যে। এর মধ্যে রোগীকে অবশ্যই হাসপাতালে এসে এর চিকিৎসা নিতে হবে।
Discussion about this post