স্টাফ রিপোর্টার : বাংলাদেশের বহুল প্রচারিত দৈনিক যুগান্তরের ২০তম বর্ষে পদার্পণ উপলক্ষে টাঙ্গাইলে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব মিলানয়তনে গিয়ে শেষ হয়।
পরে যুগান্তর স্বজন সমাবেশ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সৈয়দ আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের জেলা প্রতিনিধি জাফর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের এমপি জোয়াহেরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ মহ্বত হোসেনসহ জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Discussion about this post